হেমন্তের শেষ শুদ্ধতায়
- সুকান্ত পাল - সৃষ্টি

হেমন্তের শেষ শুদ্ধতায়
সুকান্ত পাল


আকাশের পালে পালে যায় শোনা বাতাসের কথা ,
শুদ্ধতার হেমন্তের বিচরণ যে আজ শেষ কিনারে ,
বদলের.পালায় হেমন্তের বিরহ ভাসে আঁখি জলে।
প্রহরের শেষে বিদায় নেবে শুদ্ধ হেমন্ত এই ধরনীতে,
কি বা দিয়েছিল হেমন্ত আমায় হৃদয়ের ঘরে ,
হেমন্তের শেষ বেলাতে হৃদয়ের সুর কাঁদে নীরবে সয়ে।
বিরল স্মৃতির আত্মকথা উড়বে হেমন্তের শেষ পাড়ে ,
শেষ গানের সুরে যাবে মুছে হেমন্তের পরিহাস ,
হেমন্তে করেছিলাম রচনা শুদ্ধতার প্রেম হৃদয় ভরে।
আমার সেই হেমন্তের হৈমন্তি যাবে চলে অস্ত পাড়ে ,
সে সব প্রেম সৃষ্টি কথার স্বাদ রবে স্মৃতির কন্ঠে ,
বড়ই অমৃত স্বাদের প্রেম ছিলো হৃদয়ে এই হেমন্তে ।
হয়তো ছিলো না তোমার কাছে আমার হৃদয় প্রেম ,
ভীষণ গন্ধহীন আমার প্রেম তোমার হেমন্তের কাছে ,
খেলে ছিলাম স্বপ্নে হয়তো তোমায় পূর্ণিমা অমাবস্যার লুকোচুরি।
শুদ্ধ ছিলো আমার হেমন্ত তোমার হৃদয় জোয়ার প্রেমে ,
ছোট্ট বেলার কানামাছি খেলার সাথি হবে যেন তোমার অন্মেষণে হেমন্তের শেষ শুদ্ধতার চলাচলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।